ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

ঈদে অতিরিক্ত যাত্রী নিলেই ব্যবস্থা : নৌমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১০ জুন ২০১৭ , ০২:২২ পিএম


loading/img

ঈদে নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বললেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিজ্ঞাপন

শনিবার সকালে মাদারীপুরে দু’দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, সরকার ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে। নীয়মনীতি লঙ্ঘন করে কেউ অতিরিক্ত যাত্রী পরিবহন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদে আসলে মানুষ পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি যায়। সরকার সবসময় ঈদযাত্রা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। এবারো তার ব্যতিক্রম হবে না।

নৌমন্ত্রী বলেন, যদি কোনো লঞ্চমালিক বেশি মুনাফার লোভে অতিরিক্ত যাত্রীবহন করে তাকে শাস্তি পেতেই হবে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। এজন্য যাত্রীদেরও সচেতন থাকতে হবে। কেউ নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

লঞ্চে ধারণ ক্ষমতার বাইরে কোনো যাত্রী উঠতে দেয়া হবে না। সে ব্যাপারে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। নিজের জানমালের বিষয়ে যাত্রীদেরও সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

শাজাহান খান আরো বলেন, ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন নৌ মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্য সংস্থার কর্মকর্তা যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |